জনসাধারণের কাছে মানবপাচার, জঙ্গি, সন্ত্রাসী ও সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৮ জুন) সিআইডি প্রধানের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মানবপাচার, জঙ্গি, সন্ত্রাসী ও সাইবার অপরাধ সংক্রান্তে যেকোনো প্রকার তথ্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কন্ট্রোল রুমের মোবাইল-০১৭৩০-৩৩৬৩৩৯ ও টিঅ্যান্ডটি ৪৮৩১১০৪৩ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হলো। তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
এর আগে গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে মানবপাচারকারী চক্রের এক সদস্যের পরিবারের লোকজন। নিহত বাকি চারজন আফ্রিকান। সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব, ডিবি, সিআইডির সদস্যরা এ পর্যন্ত মানবপাচারকারী চক্রের ২০ জনের বেশি সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে বেশ কয়েকজনকে রিমান্ডে নেয়া হয়েছে। কয়েকজন দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply