নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিনগত রাতে এবং শনিবার ভোরে রামেকে চিকিৎসাথীন থেকে তাদের মৃত্যু হয়েছে ।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস আতাতুর্ক এ তথ্য নিশ্চিত করেন।
মৃত দুজন হলেন- নওগাঁ পৌর শহরের সুপারিপট্টি এলাকার সাহাব উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫৫) এবং নওগাঁর বদলগাছি উপজেলার ইসলামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবদুল গাফফার (২০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সিরাজ উদ্দিন ও আবদুল গাফফারকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
করোনায় আক্রান্ত সন্দেহে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে পাঠিয়েছিলেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে আবার তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়।
এখানে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত ২৯ নম্বর করোনা ওয়ার্ডে তাদের রাখা হয়েছে। এদের মধ্যে শুক্রবার রাতে আবদুল গাফফার এবং শনিবার সকালে সিরাজ উদ্দিন মারা যান। গাফফার ঢাকায় একটি ওয়াশিং কোম্পানিতে চাকরি করতেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন ঢাকাফেরত গাফফার নওগাঁয় থাকতে নমুনা পরীক্ষা করে। তখন তার করোনা নেগেটিভ এসেছিল। তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে।
উপ-পরিচালক আরও জানান, মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply