দেশজুুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সংক্রমণের মাত্রা বিবেচনায় পুরো দেশকে তিনটি (রেড, ইয়োলো, গ্রিন) জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রেড জোন চিহ্নিত এলাকা ২১ দিন লকডাউন থাকবে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, পরিস্থিতির উন্নতি হলেই কেবল রেড জোন পরিবর্তন করা হবে। নয়তো সময়সীমা আরো বাড়তে পারে।
করোনার বিস্তার নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বিষয়ক কেন্দ্রীয় কারিগরি গ্রুপের সদস্য সচিব ডা. জহরিুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেড জোনে থাকা বাসিন্দারা অনলাইনে বাসা থেকে অফিসের কাজ করবেন।
অন্যদিকে ইয়োলো জোনে আংশিক লকডাউন কার্যকর থাকবে। আর গ্রিন জোনে স্বাস্থবিধি বেধে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক থাকবে।
তবে পুরো দেশে সাধারণ ছুটি কিংবা লকডাউন আর জারি করা হবে না। তাই আগের মতোই আজ থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে। শুধু লকডাউন জারি করা এলাকায় সাধারণ ছুটি থাকবে।
লকডাউনের আওতাভুক্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু রাতে পণ্যবাহী যান চলাচল করতে পারবে। ওষুধ ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হোম ডেলিভারিও নির্ধারিত ভ্যানে করে কাঁচাবাজার কেনাবেচা করা হবে। অফিস-আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। করোনা পরীক্ষার জন্য থাকবে প্রয়োজনীয় সংখ্যক নমুনা সংগ্রহ বুথ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply