নওগাঁর নিয়ামতপুরে ২শ ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২ জনকে আটক করেছে র্যাব-৫। র্যাব-৫ ও থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী চার মাথার মোড়ে অভিযান চালিয়ে ২শ ২৬ বোতন ফেনসিডিল উদ্ধার ও ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ মোজাহিদ ইসলাম (২৪) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিসফা গ্রামের মৃত- মোবারক হোসেনের ছেলে মোঃ তারেক হোসেন (৩৫)।
র্যাব জানায়, ডিএডি পুলিশ পরিদর্শক মোঃ মামুন হাওলাদার এর নেতৃত্বে এসআই মোঃ জহুরুল ইসলাম, এসআই রেজাউল করিম, এসএসআই মনিরুজ্জামান, কর্পোরাল আজিজুল হাওলাদার, এএসআই কিশোর কুমার দেবসহ নওগাঁর জেলার নিয়ামতপুর উপজেলায় বিশেষ টহল এর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার রাতে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী চারমাথার মোড়ে ঘোলকুড়ি গ্রামের মৃত নমির উদ্দিন কবিরাজের ছেলে আবুল কাশেম এর চায়ের দোকানের পাশ থেকে ২শ ২৬ বোতাল ফেনসিডিলসহ (যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ ২৬ হাজার টাকা) ২জনকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের তল্লাশি করে তিনটি মোবাইল ও নগদ ৫শ টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদ পেয়ে র্যাব-৫ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী চার মাথার মোড় হতে ২শ ২৬ বোতাল ফেনসিডিলসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply