নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার বিকাল ৪ টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়েছে ।
আবহাওয়া অফিসের তথ্যমতে, রিখটার স্কেলে রোববারের ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.২। ভারত-মায়নামার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে।
রোববার ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারাদেশের মতো সিলেট থেকেও দেখা গিয়েছে এই সূর্যগ্রহণ। দুপুরে সূর্যগ্রহণ শেষ হওয়ার পরই ভূমিকম্প অনুভূত হয়।
এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে ভূকম্পনটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply