নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে গ্রাম্য সালিশ বৈঠকে অস্ত্র প্রদর্শন ও গুলি করে হত্যার হুমকির প্রতিবাদ এবং হুমকি দাতা দেলোয়ার হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী রবিউল ইসলামসহ শতাধিক গ্রামবাসী। বুধবার দুপুর ২টার সময় রাজাপুর-জোনাইল সড়কের দিয়াড় গাড়ফা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার রাতে উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক বৈঠকে উত্তপ্ত বাক-বিতন্ডার এক পর্যায়ে ইসমাইল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ্যে পিস্তল বের করে হায়াত উল্লাহর ছেলে রবিউল ইসলামকে গুলি করে হত্যার হুমকি দেয়।
পরে অশ্লীল ভাষায় গালমন্দ করে সে স্থান ত্যাগ করে। বক্তারা অবৈধ পিস্তল রাখা ও হত্যার হুমকি দেওয়ায় দেলোয়ার হোসেনকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply