ঢাকাসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
জেলাগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর,মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুর।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলামকে বদলি করে ঢাকায় আনা হয়েছে।
মেহেরপুরের ডিসি হিসেবে দায়িত্বরত ছিলেন মো. আতাউল গনি। তাকে বদলি করে টাঙ্গাইলে আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী মেহেরপুরের দায়িত্ব পেয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক করা হয়েছে।
যশোরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. তমিজুল ইসলাম খান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিল পেয়েছেন রাজশাহী জেলার দায়িত্ব।
বগুড়া জেলার দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হক।
বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুন মাদারীপুরে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply