টাঙ্গাইলে থেকেঃ টাঙ্গাইলে নতুন করে দুজন পুলিশসহ ২৪ জনেরর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত শনাক্ত হলো ৫৭২ জন।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সিরাজগঞ্জে কর্মরত এক পুলিশ ও গাজীপুরে কর্মরত টাঙ্গাইলের অধিবাসী দুই পুলিশ সদস্যসহ আটজন, দেলদুয়ারে চারজন, সখীপুরে তিনজন, ভূঞাপুরে তিনজন, মির্জাপুরে দুজন, গোপালপুরে দুজন, ধনবাড়ীতে একজন ও ঘাটাইলে একজন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২০০ জন। মারা গেছে মোট ১২ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৭২২টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন।
সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জনান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ভর্তি হয়। ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply