ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা ইউনিয়ন অংশের রাস্তায় বিভিন্ন যানবাহন থামিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় রোহান (২০) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। প্রথমে তাকে আটক করে বেড়া উপজেলার স্থানীয়রা। আজ শনিবার দুপুরে উপজেলার চাকলা মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রোহানকে আটকের পর খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ভুয়া পুলিশ রোহানের কাছ থেকে একটি নকল পিস্তল ও কেসস্লিপ উদ্ধার হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, কয়েক দিন ধরে ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা ইউনিয়ন অংশের রাস্তায় বিভিন্ন যানবাহন থামিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল রোহান। এলাকার লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। আসল তথ্য বেরিয়ে আসার পর লোকজন তাকে আটকে ফেলে পুলিশে খবর দেয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোহানের বিরুদ্ধে ভুয়া পুলিশের মামলা দয়ের করে জেলে পাঠানো হবে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply