মাদক ও চাঁদাবাজির অভিযোগ তুলে ওসি সিদ্ধিরগঞ্জ কামরুল ফারুকের বিরুদ্ধে আইজিপি বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর এমডি মোহাম্মদ আহসান হাবীব গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।
আজ সোমবার ০৬জুলাই মহা-পরিদর্শক বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার বরাবর দুসস এমডি অভিযোগটি দায়ের করেন। “সিরিয়াল নং এসএল ৭৭৬, তারিখ ০৬-০৭-২০ইং”।
তিনি গণ মাধ্যমকে বলেন, ওসির বিরুদ্ধে পুলিশ সুপার নারায়ণগঞ্জ বরাবর অনেক অভিযোগ দায়ের হয়েছে। আমরাও তার বিরুদ্ধে খোদ সিদ্ধিরগঞ্জ থানার অধঃস্তন অফিসারদের কাছ থেকে অনেক অভিযোগের তথ্য পেয়েছি। আমি নিজে সিদ্ধিরগঞ্জ থানায় সেবা প্রার্থী হয়ে গেলে ওসি কামরুল ফারুক অত্যন্ত ক্ষিপ্র বাজে আচরণ করেন। আমাদের প্রতিনিধির কাছে নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেক সেবা প্রার্থী ভুক্তভুগিরা অভিযোগ করেছেন।
দুসস এমডি বলেন, বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে পুলিশ প্রশাসনের কর্তব্য কাজের জন্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু এ ধরণের পুলিশ অফিসারদের জন্য সেই প্রশংসা ম্লান করে দেয়। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
তিনি বলেন এর আগে এসপি নারায়ণগঞ্জ বরাবর অভিযোগ দায়ের করার পরে ওসি সিদ্ধিরগঞ্জ সম্পূর্ণ বে আইনি ভাবে আমাকে ও দুসস চেয়ারম্যানকে গ্রেফতার করানোর জন্য সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর ২থানার পুলিশ আমাদের নারায়ণগঞ্জ কর্পোরেট অফিসে পাঠিয়ে হয়রানি করান।
দুসস এমডি গণমাধ্যকে আরো জানান, একপর্যায়ে ওসি সিদ্ধিরগঞ্জ কামরুল ফারুক বিষয়টি নিয়ে আমাকে ম্যানেজ করার জন্য মোবাইল ফোনে কল করেন। যাহাতে প্রতীয়মান হয় যে, ওসি সাহেব একজন দোষী পুলিশ অফিসার। উর্ধতন কর্তৃপক্ষ গোয়েন্দা তৎপরতা চালালে ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে অভিযোগের বাস্তব সত্যতা পাওয়া যাবে। জন স্বার্থে এই ওসিকে দ্রুত ক্লোজ করে মাদক, অপরাধ ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে এগিয়ে আসার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply