গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার পুলিশের কাজে বাধা ও মারধরের ঘটনায় মামলা হওয়ার ২ মাস পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৯ এপ্রিল ২০২০ মাওনা হাইওয়ে থানার এস আই মোঃ শাহজাহান মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি পাম্পের সামনে চেক পোস্টে দায়িত্ব পালন কালে মামলার আসামিরা তাদের বাড়ির সামনে চেক পোস্ট পরিচালনা করা যাবেনা বলে নিষেধ করে৷ পুলিশ চেক পোস্ট ছেড়ে যেতে না চাইলে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশদের আহত করেন।
পরে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এস আই মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে উপজেলার গিলারচালা এলাকার রফিকুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, আমিনুল হক, আজিজুল হক, আক্তার হোসেন, রুহুল আমীন, নুরুল আমিন, রুবেল আহমেদ, সুমন আহমেদ, শাকিল আহমেদ, শাওন ও হিরন সহ ১২ জনের নাম উল্লেখ করে অচেনা আরও ১০/ ১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেন, মামলা নং – ৪২ (৩০-০৪-২০২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক এস আই হারুন মিয়া জানিয়েছেন, মামলার এজাহার ভুক্ত আসামি ১২ জন। থানা থেকে চলতি মাসে আমাকে মামলার দায়িত্ব দেওয়ার পর ১২ নং আসামি উপজেলার গিলারচালা এলাকার হিরন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আমি সদ্য যোগদান করেছি, যোগদানের পর পরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply