টাঙ্গাইল থেকেঃ যমুনা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরাঞ্চল দ্বিতীয় দফায় বন্যা কবলিত হয়ে পড়েছে। যমুনার ভেতরে অবস্থিত দ্বীপ ইউনিয়ন হিসেবে পরিচিত গাবসারা ইউনিয়নের পুরোটা এবং অর্জুনা ও গোবিন্দাসি ইউনিয়নের কয়েকটি গ্রামে বাড়িঘরে ঢুকে পড়েছে পানি।
এসব এলাকা প্রথম দফায় বন্যা কবলিত হওয়ার পর পানি কমতে শুরু করেছিল। কিন্তু ১২ জুলাই রোববার থেকে যমুনার পানি বাড়তে শুরু করে।
পানি উন্নয়ন বোর্ডের টাঙ্গাইল কার্যালয় থেকে জানা যায় মঙ্গলবার যমুনার পানি ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া ধলেশ্বরীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার এবং ঝিনাইয়ের পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, ১৩ জুলাই সোমবার রাত থেকে ১৪ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে তাঁর ইউনিয়নের ৪৭টি গ্রামে পানি প্রবেশ করেছে।
এতে ১৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া অর্জুনা ইউনিয়নের সাতটি গ্রাম এবং গোবিন্দাসি ইউনিয়নের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্বিতীয় দফা বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। গবাদিপশু সরিয়ে নেয়া হয়েছে উঁচু স্থানে। বন্যা কবলিত এলাকার অনেকে ঘরের মধ্যে মাচা তৈরি করে বসবাসের চেস্টা করছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply