আওয়ামীলীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
শামীম ওসমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম-দুর্নীতি ঢুকে গেছে। মাঝে মাঝেই গণমাধ্যমে এই খাত সংশ্লিষ্ট বিভিন্ন রকম জালিয়াতির খবর বেরোয়। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিনা, তাও একটা বড় প্রশ্ন। আমি বলছিনা, এই সব কিছুর জন্য মন্ত্রী নিজে দায়ী, কিন্তু বাস্তবতা হলো তিনি ব্যর্থ হয়েছেন। তার জায়গায় আমি থাকলে এই পরিস্থিতিতে অবশ্যই পদত্যাগ করতাম। তাই মন্ত্রীর প্রতি আমার আহ্বান, অচিরেই পদত্যাগ করুন।
শামীম ওসমান আরো বলেন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেটের আলোচনা এখন ওপেন সিক্রেট। সাবেক স্বাস্থমন্ত্রীও স্পষ্ট করেই বলেছেন, এই খাতের সিন্ডিকেট অনেক শক্তিশালী। আমি নিজেও যতদূর জানি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর চেয়ে বেশি পাওয়ারফুল হলো ঠিকাদাররা। মন্ত্রী নন, ওই মন্ত্রণালয় চালায় ওষুধ কোম্পানির দালাল ও কিছু সাপ্লায়ার। হয় এগুলোকে সোজা করতে হবে না হয় পদত্যাগ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী যেহেতু পারেননি, তাই আত্মসম্মানবোধ থাকলে এখনই পদত্যাগ করা উচিত।
এর আগে সংসদেও বারবার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ নানা অনিয়মের কারণ উল্লেখ করে তার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলের সদস্যরা। আওয়ামীলীগেরও কোনো কোনো সদস্য স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে পদত্যাগ দাবি করেছেন। যার সর্বশেষ সংযোজন হলো নারায়ণগঞ্জের শামীম ওসমান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply