গাজী নজরুল ইসলাম ডিপটি : ঢাকা ওয়াসার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কে ঘিরে এসিআই পানির কল সড়কের সাধারণ জনগণ পড়েছে হতাশার মধ্যে। কারন গোদনাইল পানি শোধানাগার এলাকার আসে পাশে জনগন প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে সকাল বিকাল পানি পাচ্ছে না।
কারন যানতে চাইলে ওয়াসা পাম্পা অপোরেটার জানান যে আমাদের দুটি পাম্প আছে এর মধ্যে একটি পাম্প নষ্ট। তাই আমরা একটি পাম্প দিয়ে চাহিদা অনুযায়ী পানি সাপ্লাই দিতে পারছি না।
ওয়াসার কতৃপক্ষের কাছে যানতে চাইলে তারা যানান যে ওয়াসা এখন সিটি করপোরেশনের অধিনে আমরা তাদের যানিয়েছি। তারা চার পাঁচ দিন আগে এসে সরোজমিনে দেখে গেছেন। এবং আমরা মেয়র মাহাদয়কে যানিয়েছি তারা ঠীক করবে বলে যানিয়েছেন। এর বেশী আমরা কিছুই বলতে পারছি না।
যদি এমন হয় তাহলে কেনো সিটি কর্পোরেশন দায়িত্ব নিলেন ? অতিতে দেখাগেছে নারায়নগঞ্জে ঢাকা ওয়াসার পানি সমস্যা হলে তাদের ঢাকার এফএম বিভাগ থেকে লোক এসে চব্বিস ঘন্টার মধ্যে মেরামত করে সমস্যার সমাধান করতো। এখন সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে তাই তারা আসছে না, আর সিটি করপোরেশনের অধিনে মেরামত করার কোনো যন্তপাতি নেই এবং তাদের অভিজ্ঞ লোকবল নেই, ফলে এখন জনগণকে পড়তে হয়েছে বিপাকে।
আগে দুই আড়াই ঘন্টা পানি সাপ্লাই দিতো এখন মানুষ পানির হাহাকারের জন্য এদিক ওদিক ছোটা ছুটি করছে। কিন্তু কোনো সমাধান পাচ্ছে না, এই যদি হয় তাহলে সিটি কর্পোরেশন কেনো জনগণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়ে যানাচ্ছে না। এই যদি হয় তাহলে বড় ধরণের কোনো কিছু ঘটলে কতো মাস সময় লাগাবে ? নারায়নগঞ্জ ডিসি মাহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই দুর্দশা থেকে বাচান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply