বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণকেন্দ্র “শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প” আগামীকাল ২৩ জুলাই কক্সবাজারে ৬০০ পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে প্রথম পর্যায়ে নির্মিত হয়েছে ১৯টি ভবন, প্রতিটি ভবন ৫ তলা, মোট নির্মিত হবে ১৩৯ টি ভবন মোট পুনর্বাসিত করা হবে প্রায় সাড়ে ৪ হাজার পরিবার।
১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর ভিটে মাটি হারানো মানুষদের বসবাস কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়ায়। দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনো নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। তারা বলেন, এখানে পানির মধ্য থাকি। ওখানে গেলে আমাদের অনেক সুবিধা হবে। অনেক সুবিধা পাবো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply