টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নতুন করে আরো ৪৬ জনের দেহে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭১ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, কালিহাতী ১, মির্জাপুরে ১, দেলদুয়ারে ১, সখীপুরে ৫, মধুপুরে ৯, ভূঞাপুরে ৪ ও ঘাটাইলে ২ জন রয়েছেন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়। করোনায় জেলায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ৭০৬ জন আর চিকিৎসাধীন রয়েছেন ৫৪৩।
সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রলি মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ পর্যন্ত) ৬৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় একজনের মৃত্যু হয়। গত রোববার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিসাধীন ক্যান্সার এবং হার্টের এক রোগী মারা যায়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনার ফলাফলে তার পজেটিভ এসে। তার বাড়ি সদর উপজেলার পাড়দিঘুলিয়া।
এদিকে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঞ্জু করোনা ভাইরাসে আক্রান্ত।
এছাড়া টাঙ্গাইল সদর মডেল থানার একজন এএসআই এবং সদর উপজেলার বাসিন্দা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয় বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় নিশ্চিত করেছেন।
এছাড়াও ভূঞাপুরে একই পরিবারের ৩ সদস্য, ঘাটাইলে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এবং মধুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। Attachments area
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply