টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।
১২ আগস্ট বুধবার তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ এসেছে।
আরিফা জহুরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই আক্রান্তের তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আরিফা জহুরা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় পাঁচ মাস ধরে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। লকডাউনে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়া রোগীদের নমুনা পরীক্ষার ব্যবস্থা, আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নেওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে তিনি মধুপুরে তৎপর ছিলেন।
নমুনা সংগ্রহের জন্য মধুপুর উপজেলা পরিষদ একটি বিশেষায়িত গাড়ি তৈরি করেছে। গাড়ির নাম দেওয়া হয়েছে ‘নমুনা সংগ্রহের গাড়ি’। ইউএনও আরিফা জহুরা এই গাড়িটির বিষয়ে বিশেষ ভূমিকা রেখেছেন। সেই গাড়িতেই গত সোমবার তাঁর নমুনা নিয়ে যাওয়া হয়।
আজ ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, হালকা ঠান্ডা আর ঘ্রাণশক্তি লোপ পাওয়া ছাড়া তাঁর তেমন কোনো সমস্যা নেই। তিনি মধুপুরে সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply