টাঙ্গাইল প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধলেশ্বরী নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে, ঝিনাই নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে ও বংশাই নদীর পানি ৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রধান তিনটি নদীর পানি নতুন করে বৃদ্ধি পাওয়ায় জেলাবাসী ৩য় দফা বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন।
জেলার পূর্বাঞ্চলের উপজেলা বাসাইল, মির্জাপুর ও কালিহাতীর আংশিক এলাকায় এক মাস ধরে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি রয়েছে।
এসব এলাকার ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। করোনা ও বন্যার কারণে উপার্জন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে অসংখ্য মানুষ। জলাবদ্ধতার কারণে এসব এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগ। সরকারিভাবে ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply