টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আবুল কাশেম (৫০) নামের এক মাদকাসক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকার একটি সড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মদ পান করে মাতলামি করায় ওই ব্যক্তিকে অজ্ঞাতনামারা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
নিহত আবুল কাশেম (৫০) জেলার কালিহাতী উপজেলার বেহুলাবাড়ী গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শুক্রবার সকালে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির বন্ধু জামাল হোসেনকে (৪৮) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছেন। আটক জামাল হোসেন পুলিশকে জানান, দুই বন্ধু কাশেম ও জামাল মদ পানের জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। শেষ রাতে বাড়ি ফেরার পথে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েক যুবক তাদের উপর চড়াও হয়। এ সময় যুবকরা লাঠি দিয়ে জামাল ও কাশেমকে পেটাতে থাকেন। জামাল দৌড়ে পালালেও কাশেমকে পিটিয়ে মেরে ফেলে অজ্ঞাতনামা যুবকেরা গা ঢাকা দেন। বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসী ওই লাশ শনাক্ত করতে পারেননি। পরে রাতে নিহত কাশেমের ছেলে থানায় এসে লাশ শনাক্ত করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ শুক্রবার সকালে জানান, নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন তার বাবার লাশ শনাক্ত করলেও বয়স কম থাকায় মামলার বাদী হতে পারছে না। ওই পরিবারের অন্য কেউ বাদী হবে এজন্য মামলার প্রস্তুতি চলছে। তবে সুরতহাল প্রতিবেদনে নিহত কাশেমের পিঠে ও হাতে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন পাওয়া গেছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply