এম শজিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন প্রকল্পের কাজ বন্ধ করলেন তারটিয়া এলাকার ভূমি মালিকরা।
ভূমি অধিগ্রহণ না করে চার লেন প্রকল্পের আন্ডারপাস ও সার্ভিস লেন নির্মাণের উদ্যোগ নেয়ায় টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়ায় জমির মালিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। এর আগেও নির্মাণের উদ্যোগ নেয়া হলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন।
ওই এলাকার ভূমি মালিকরা জানান, জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে একাধিকবার ওই জমির কাগজপত্র যাচাই-বাছাই ও পরিমাপ করলেও এখনও ভূমি অধিগ্রহণ করা হয়নি। চলতি বছরের ২৩ জানুয়ারি ৪ ধারা নোটিশের পরও অধিগ্রহণ না করায় ওই জায়গার সার্ভিস লেনসহ আন্ডারপাসের নির্মাণ কাজ তারা বন্ধ করে দেন।
পরবর্তীতে গত মঙ্গলবার জমি পরিমাপের কথা বলে দুপুরে পুনরায় সেখানে নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নেয়া হয়। এ সসময় স্থানীয় ভূমি মালিকদের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। ভূমি মালিকদের দাবি ভূমি অধিগ্রহণ করে তারপর নির্মাণ কাজ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়কটির চার লেনে উন্নীত করার প্রকল্পটি ২০১৩ সালে একনেক সভায় অনুমোদিত হয়। কাজ শুরু হয় ২০১৬ সালে। ২০১৮ সালের ডিসেম্বর থেকে চার লেন মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন নির্মাণ কাজ শুরু হয়।
ওই সড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া এলাকার জমির মালিক মালেক খান জানান, সরকারিভাবে কোনো প্রকার নোটিশ না দিয়েই তাদের জমির ওপর রাস্তার নির্মাণ কাজ হচ্ছে। পরে তারা কাজে বাধা দিলে কর্তৃপক্ষ কাজ বন্ধ রেখে চলে যায়। পরবর্তীতে কর্তৃপক্ষ তাদের জানায়, মঙ্গলবার জমি পরিমাপ করা হবে। কিন্তু জমি পরিমাপ না করেই পুনরায় তারা নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নেয়। এজন্য তারা তাতে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
আজাহার খান নামের আরেক ব্যক্তি জানান, দীর্ঘদিন যাবত মহাসড়কের নির্মাণ কাজ চললেও ৪ ধারা নোটিশ ছাড়া আর কোনো কাগজই পাননি তারা। ভূমি অধিগ্রহণের জন্য একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
জমির ক্ষতিপূরণ না দিয়ে কর্তৃপক্ষ শুধু কাজ করতে আসে। ভূমি অধিগ্রহণ করে তাদের জমির মূল্য দেয়ার পরেই মহাসড়কের সার্ভিস লেন ও আন্ডারপাস নির্মাণের কাজ করতে দেবেন বলে জানান তিনি।
তারিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের জায়গা অধিগ্রহণ করে জমির মূল্য মালিকদের পরিশোধ করলে তবেই রাস্তার কাজ করতে পারবে।
চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, তারটিয়ার ওই জমি অধিগ্রহণের প্রস্তাবনাসহ টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর টাকা জমা দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ হয়ে যাবে বলে তিনি জানান।
চার লেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার চক্রবর্তী জানান, ভূমি অধিগ্রহণ না করায় তারটিয়া এলাকায় সার্ভিস লেনের কাজ বন্ধ রয়েছে। ভূমি অধিগ্রহণ করা হলে ওই এলাকায় অতিদ্রুত সময়ের মধ্যে সার্ভিস লেনের কাজ শুরু হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply