টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে বনের ভেতর জোয়ার অভয়াশ্রম গড়ে তোলে জোয়ারীরা। জুয়ারীদের জোয়ার আস্তানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে আদালত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা
কারাদন্ড সাজাপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছোবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার ঘোমর মিয়ার ছেলে রাকিব হাসান (৩৮)। উপজেলার এমএমচালা বিট কার্যালয়ের পাশে বনের ভেতর জুয়ার আসরে অভিযান চালিয়ে আদালত এই দুই জুয়াড়িকে আটক করেন। আটকের কাজে আদালতকে সহযোগিতা করেন ডিঅমস (ডিগ্রি অনার্স মাস্টারস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনদুপুরে একদল জুয়াড়ি বনের ভেতর আস্তানা গেড়ে জুয়া খেলছে। ডিঅমস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণকে জুয়াড়িদের আটক করতে পাঠানো হয়। তরুণদের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তাঁরা দুজনকে আটক করলে সেই জোয়ারীদের ভ্রাম্যমান আদালত সাজা প্রদান করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply