এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে চুড়াইভাবে বন উজার করে কাঠ পুড়িয়ে অবৈধ কয়লা তৈরীর চুলা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। বনবিভাগ মধুপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় সম্প্রতি অভিযান চালিয়ে ২৫টি কয়লা তৈরীর অবৈধ চুলা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
জানা যায়, উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা এলাকায় কয়েক বছর যাবত অবৈধভাবে বন উজার করে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করে কয়লা তৈরী করে আসছে।
বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫টি কয়লা তৈরীর চুলা ভেঙ্গে দিয়েছে।
জনবসতি এলাকায় স্থানীয়ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে বিভিন্ন স্থান, ইটভাটায় এসব কয়লা সরবরাহ করে আসছিল। এতে এলাকার পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কাজ করে অর্থ বাণিজ্য করছিল।
শালিকা এলাকায় শ্রমিক দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠা ২৫টি চুলা বানিয়ে লাকড়ি দিয়ে এভাবে অবৈধ কয়লা তৈরীর কাজ করায় খবর পেয়ে সহকারি বন সংরক্ষক টাঙ্গাইল উত্তর এর জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কয়লা তৈরীর ২৫টি চুলা ভেঙ্গে ফেলা হয়।
এ সময় ফায়ার সার্ভিস মধুপুর ইউনিট, বন বিভাগের স্টাফ ও কমিউনিটি ফরেস্ট ওয়ার্কাররা অংশগ্রহণ করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply