এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ নারী শিক্ষা, নারী জাগরণ, নারী উন্নয়ন ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখায় অনন্যা শীর্ষদশ সম্মননা পাচ্ছেন নারী উদ্যোক্তা শ্রী মতি সাহা।
মহান স্বাধীনতা যুদ্ধে স্বামীকে হারিয়ে নারী উন্নয়নে সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন শ্রী মতি সাহা। তিনি প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার (রায় বাহাদুর) পুত্রবধূ এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর পরিচালক।
শুক্রবার রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তাকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনসহ গুনি ব্যক্তিগণ।
২০১৯ সালে নির্বাচিত অনন্যা শীর্ষদশ পুরষ্কার প্রাপ্তরা হলেন, শ্রী মতি সাহা, প্রতিভা সাংমা, হাজেরা বেগম, ফাল্গুনী সাহা, এফ মাইনর, ফরিদা জামান, নাসিমা আক্তার নিশা, ইতি খাতুন, ইসমতারা খান মজলিশ ও সুমনা শারমিন। এদিকে শ্রী মতি সাহা অনন্যা শীর্ষদশ পুরষ্কার পাওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও কুমুদিনী পরিবারের সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে পরেছে।
এ ব্যাপারে পাক্ষিক অনন্যা সম্মননা প্রাপ্ত শ্রী মতি সাহা বলেন, পুরষ্কার পাওয়া বড়ো কথা নয়, বড়ো কথা হলো দেশ ও দেশের জনগণের জন্য সেবামূলক কাজ করা। আমরা কুমুদিনী পরিবারের প্রতিটি সদস্য জেঠামনির আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা অবহেলিত নারীদের ভাগ্য উন্নয়ন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply