এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ দুরন্ত সত্যেরর সন্ধানে “দুসস” এ নিউজ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। ফলে টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসন অভিযান চালাবে এমন খবর পেয়ে রাতের আধারেই পালিয়ে যায় অবৈধ সিসা তৈরি কারখানার মালিক এবং শ্রমিকরা। তাদের বাড়ি গাইবান্ধা গোবিন্ধগঞ্জ গ্রামে।
তবে প্রশাসনের অভিযানের সময় জমির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন আশারিয়া চালা গ্রামে।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর তারিখ থেকে ঘাটাইলের আশারিয়া চালা এলাকায় হাজী মুনসুর আহমেদের জায়গা ভাড়া নিয়ে পুরনো ব্যাটারী থেকে সিসা তৈরী কারখানা স্থাপন করেন।
বিষয়টি নিয়ে দুরন্ত সত্যের সন্ধানে “দুসস” এ গত ১১ সেপ্টেম্বর ‘ঘাটাইলে গজারি বনে সিসা তৈরীর অবৈধ কারখানা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
খবর প্রকাশের পর প্রশাসনের দৃস্টিতে আসে বিষয়টি। এম শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ধলাপাড়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশ বাহিনী নিয়ে সিসা তৈরী কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে কারখানার কর্তা ব্যক্তিদের না পেয়ে জমির মালিক মুনসুর আহমেদকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সিসা তৈরীর সমস্ত সরঞ্জাম জব্দ করে নিয়ে আসেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, আমরা সিসা তৈরী সমস্ত সরঞ্জাম জব্দ করেছি। সেগুলো ধলাপাড়া বন রেঞ্জ কর্মকর্তার কাছে রাখা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply