এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ মির্জাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সালমা আক্তার শিমুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় প্রতীক (নৌকার) একক মনোয়ন পেয়েছেন সদ্য প্রয়াত মেয়র মো. সাহাদত হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুল।
১৩ সেপ্টেম্বর রোববার মনোয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালমা আক্তার শিমুল রিটার্নিং অফিসারের নিকট মনোয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে মেয়র পদে উপনির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন ৬ জন। সাধারণ ভোটার ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবী ছিল, প্রয়াত মেয়র ও আওয়ামীলীগের নিঃস্বার্থ ও জনপ্রিয় নেতা মো. সাহাদত হোসেন সুমনের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে মেয়র পদে তার সহধর্মীনি মিসেস সালমা আক্তার শিমুলকে মনোয়ন দেওয়ার জন্য।
জনগনের দাবী ও আওয়ামীলীগ নেতাদের সহানুভুতিতে প্রচারণায় মিসেস সালমা আক্তার শিমুল এগিয়ে ছিলেন। দলীয় মনোয়ন নিশ্চিত করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত মেয়র সাহাদত হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুলকে দলীয় মনোয়ন প্রদানের জন্য সিদ্ধান্ত হয়। দলীয় সিদ্ধান্তে বাকি ৫ জন প্রার্খীই উপ-নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রিটার্নিং অফিসারের নিকট মনোয়নপত্র জমাদানের সময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। মির্জাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply