নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে বিলাসবহুল নিসান এক্স-ট্রায়াল গাড়িতে ফেন্সিডিলের চালান বহন করার সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সোহেল (৩৬) ও স্বপন (৩৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও, এ সময় তাদের হেফাজত থেকে ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি নিসান এক্স-ট্রায়াল গাড়ি জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জিরো পয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, বিলাসবহুল একটি গাড়িতে করে ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়া হবে, এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের দল। এ সময় সন্দেহভাজন একটি নিসান এক্স-ট্রায়াল গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলেও গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply