টাঙ্গাইল প্রতিনিধিঃ লৌহজং নদী ভাঙ্গনে বিলিন হয়ে গেছে ৮ নং গুনটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ফলে দুই শতাধিক শিশু শিক্ষার্থী নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের লৌহজং নদীর পাশে ৮ নং গুনটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। আজ মঙ্গলবার বিদ্যালয় ঘুরে দেখা গেছে , বিদ্যালয়ের উত্তর পাশে একটি ভবনের অংশ এবং শিশুদের ব্যবহারের জন্য টয়লেট নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুকুমার সাহা জানান, ৮ জন শিক্ষক ও দুই শতাধিক শিশু শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের পাঠদান চলে আসছে। বিদ্যালয়ের পড়াশোনার মান ও ফলাফল সন্তোষ জনক। বিদ্যালয়টি লৌহজং নদীর পাশে হওয়ায় দীর্ঘ দিন ধরে ঝুঁকির মধ্যে ছিল। এ বছরের দীর্ঘস্থায়ী বন্যার পানির প্রবল স্রোতে বিদ্যালয়ের উত্তর পাশের একটি ভবন এবং টয়লেটসহ ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে। ফলে শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।
বিদ্যালয়টি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে জানানো হয়েছে বলে প্রধান শিক্ষক বাবু সুকুমার সাহা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৮ নং গুনটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ও শিশুদের ব্যবহারের জন্য একটি টয়লেট নদী ভাঙ্গনে বিলিন হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তাগন নদী ভাঙ্গন কবলিত বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply