এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘আবাহন’ ও ‘চর্যা সহজিয়া’ দলগতভাবে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করলো। এ আনন্দে উৎসবের আয়োজন করা হয় সখিপুরের সাংস্কৃতিক প্রেমী সংগঠন গুলোর কর্মীরা।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে সংগঠন দু’টির কর্মীরা পৌরশহরের চর্যা নিলয়ে এ উৎসবের আয়োজন করে। উৎসবের বিভিন্ন কর্মসুচীর মধ্যে আলোচনা সভা, আবৃতি ও সঙ্গীত পরিবেশনা ছিল অন্যতম ।
আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি ও নারীনেত্রী মোসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, নাট্যজন আলী হাসান, সখিপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বাবুল, কবি হাবিবুর রহমান, আযাদ কামাল, এমরান হাসান, অধ্যাপক বাবুল আকতার, মোজাম্মেল হক সজল, আলী আহম্মেদ রোজদি, হারুন মাহমুদ, প্রমুখ।
সঙ্গীত পর্বে শিল্পী মঞ্জুশ্রী, রাখাল রফিক, হুমায়ুন হিমু, দয়াল শফিক, কামাল পাহাড়ি সংগীত পরিবেশন করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply