টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মির্জাপুর পৌর এলাকায় বণিক সমিতি ও পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, কিছু অসাধু চক্রের রাস্তা ও ফুটপাত অবৈধ দখল করে ব্যাবসা বানিজ্য পরিচালানা করে রাস্তা সংকোচিত করা তার উপর অননুমোদিত ও নিয়ন্ত্রণহীন যানবাহনের অবাদ চলাচলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে বিভিন্ন রোডে চলাচলকারী যাত্রীসহ পৌরবাসির চরম বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।
সরেজমিন পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরলেএমনই চিত্র চোখে পড়ে। ২০ সেপ্টেম্বর, রবিবার পৌরসভার বিভিন্ন রোডে গিয়ে দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা লেগে আছে যানজট।
জানা গেছে, ২০০০ সালে মির্জাপুর পৌরসভা গঠিত হলেও, নানা সমস্যায় জর্জরিত পৌরবাসী। এ পৌরসভার নাগরিকদোর প্রধান সমস্যা গুলোর মধ্যে ফুটপাত ও রাস্তাঘাট দখল করে ব্যবসা-বানিজ্য, রাস্তা-ঘাটের বেহাল দশা,পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার নাজেহাল অবস্থা এবং অনিয়ন্ত্রিত ও অননোমদিত অবাদ যান চলাচলে সৃস্ট তীব্র যানজট।
মূলতম পৌরসভা কর্তৃপক্ষ, মির্জাপুর বাজার বণিক সমিতি এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্ময়হীনতার কারনে উপজেলা শহর ও পৌরসভার প্রতিটি রাস্তায় নিয়ন্ত্রনহীন অবৈধ যানবহানের অবাদ চলাচলে দিন দিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট ।
কলেজ রোড, কুমুদিনী হাসপাতাল রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কালিবাড়ি রোড, থানা রোড, বাওয়ার কুমারজানি রোড, কাঁচা বাজার রোড, বংশাই রোডসহ প্রতিটি রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যানজটে অতিষ্ট যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব রোডে ব্যাটারি চালিত অটো রিকশা, সাধারন রিকশা, সিএনজি, ভ্যান গাড়ি, পিকআপ, লোড আনলোড ভারী ট্রাক অবৈধ ভাবে চলাচল করায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপরে মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী বলেন, বণিক সমিতির পক্ষ থেকে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অটো রিকশার ব্যাপারে ব্যবস্থা নেবেন পৌরসভা ও উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, পৌরসভায় প্রায় ৫ শতাধিক অটো রিকশার অনুমোদন রয়েছে। বন্যার কারণে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আরও সহস্রাধিক রিকশা চালক শহরে আসায় যানজটের সৃষ্টি হয়েছে। বণিক সমিতি ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে শহরের যানজট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, কিছু অসাধু চক্র সদরের অধিকাংশ রাস্তা ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে ব্যবসা বাণিজ্য করছেন। ফলে সংকোচিত হয়ে পড়েছে সড়ক গুলো। যার কারনে পৌরসভা ও উপজেলা শহরবাসির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। সকলের সহযোগিতায় যানজনট নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply