ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ। তবে বন্যপ্রাণী তক্ষক এর চোরাই বাজারে প্রায় কোটি টাকার মূল্য রয়েছে । ওই বিষয়ে তথ্য চাইতে গেলে ডিউটি আফিসার এ•এস•আই মাহমুদ হাসান সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ।জানা গেছে,তারাকান্দা থানার এস আই সায়েদুর রহমান এর নেতৃত্বে ২৩সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে ৯৯৯ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
ঢাকুয়া ইউনিয়নে ভালকী গ্রাম থেকে বন্যপ্রাণী সংরক্ষণ রাখার কারণে তক্ষকসহ ৩ জনকে আটক করে।
ওই সময় পুলিশের সাথে দুরব্যবহার করার কারণে হেলাল নামের একজনকে রাস্তা থেকে তুলে থানায় নিয়ে আসেন এস•আই সায়েদুর রহমান। জানা গেছে , হেলালের স্ত্রী পেটে ব্যাথা থাকার কারণে গাড়ী খোঁজতে গভীর রাত্রে বের হয় তিনি।আটককৃতরা হলেন, ভালকী গ্রামের মৃত হবিকুল ইসলাম এর ছেলে কামাল উদ্দিন (৪০), নেত্রকোনা ঘুহায়ল গ্রামের আব্দুল বারেক এর ছেলে সাইদুল ইসলাম (৩৫) , নেত্রকোনা কর্ণখোলা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে সাত্তার মিয়া (৪৮) এ বিষয়ে তারাকান্দা থানার আফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চত করেন ।
তক্ষকসহ আটককৃত লোকজন এর বিষয়ে তারাকান্দা থানার ওসির কাছে উনার অফিস কার্যালয়ে ২৪ সেপ্টেম্বর জানতে তিনি তাৎক্ষনিক এস• আই সায়েদুর রহমানকে দিতে বলেন , কিন্তু ওই এস• আই সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন আপনি চাইলেই নাম দিয়ে হবে এবং আসালীন কথা বলেন , বিষয়টি নিয়ে তারাকান্দা স্থানীয় সাংবাদিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply