টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে সখিপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত তাদের জেলহাজতে পাঠায়। আটককৃতরা হলো, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু বকরের ছেলে বাচ্চু সিকদার (৫৫), একই ওয়ার্ডের মৃত হুরমুজ আলীর ছেলে শামসুল হক (৫৪), তার ভাই রউফ সিকদার (৫০), আবুল হোসেনের ছেলে আবুল কাশেম (৪৫) এবং মৃত ইসমাইল সিকদারের ছেলে জেল হক সিকদার (৪৪)।
বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন সখীপুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচতারা মার্কেটের দ্বিতীয় তলায় নির্মাণকাজ শুরু করেন ওই মার্কেটের কৃর্তপক্ষ। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার ও তাদের লোকজন জোরপূর্বক দখল ও চাঁদা দাবি করেন।
এ ঘটনায় সামাদ সিকদার বাদী হয়ে ৭ জনকে আসামি করে ৪৪৭,৪৪৮, ৩৮৫, ৩৮৬, ৫০৬/ ৩৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সখীপুর এ মামলা করেন। বৃহস্পতিবার সকালে ওই মামলার ৭ আসামীর মধ্যে ৬জন আত্মসমর্পণ করতে যায়। এ সময় ৫ জনকে জেলহাজতে পাঠায় আদালত।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply