টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরে বজ্রপাতে দুই জন ও দেলদুয়ারে পানিতে ডুবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক নিহত হয়েছে। বুধবার সন্ধায় কালিহাতী উপজেলার পৌলী ও বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলার ভর্রা গ্রামে ও দেলদুয়ারের বান্দাবাড়ী গ্রামে এদূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কালিহাতী উপজেলার পৌলী গ্রামে মৃত রবি মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন টুকু (৩৯),বাসাইল উপজেলার দেওলী গ্রামে আমির আলী ছেলে মহর আলী (৩৮), দেলদুয়ারের পাথরাইল ইউনিয়নের পাইজাদপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবু শামা(৩৫)।
জানাগেছে,বাসাইল উপজেলার দেওলী গ্রামের আমির আলী ছেলে মহর আলী দীর্ঘদিন যাবত স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, বুধবার সন্ধায় তোফাজ্জল হোসেন টুকু বাড়ির পাশের পৌলি নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়।হঠাৎ বজ্রপাতের কবলে পরে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে,বুধবার রাতে আবু শামা(৩৫) মাছ ধরতে দেলদুয়ার উপজেলার বান্দাবাড়ী গ্রামে জলাশয়ে যান।একটি সেচ মেশিনের পাশে পানিতে ডুবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। মাছ ধরতে যাওয়া অন্যরা আবু শামাকে জলাশয়ের ঘাসের সাথে ভেসে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।বৃহস্পতিবার সকালে দেলদুয়ার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply