নইন আবু নাঈম, ব্যাগেরহাট :টবাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের মধ্যবর্তী ঐতিহ্যবাহী আমতলী ইসলামিয়া কামিল মাদ্রসা ও ইয়াতিম খানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজবাদ আমতলী মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধুর জীবনী ও তার সফলতা নিয়ে সংক্ষিপ্ত আলোচণা করেন আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর মোহাম্মাদ আব্দুল্লাহ, খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ফকির,মাদ্রাসার সিনিয়র শিক্ষক জিএম মকবুল হোসেন। সংক্ষিপ্ত আলোচণায় মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর মোঃ আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু দেশে প্রথম ইসলামিক ফাউন্ডেশন চালু করেন যা অনেকেই জানেন না । এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মসজিদ মাদ্রাসার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন । যার জন্য আজ আমারা আগের তুলনায় কয়েক গুন বেশী বেতন পাই। এছাড়া তার প্রচেষ্টায় আজ পদ্মা সেতুর মত একটি বৃহৎ প্রকল্পের কাজ চলছে যা চালু হলে আমরা উপকৃত হবো। তাই ভাল কে ভাল বলতেই হবে।
আলোচণা শেষে অধ্যক্ষ নিজেই দোয়া পরিচালনা করেন। তখন বঙ্গবন্ধু ও তার পরিবারসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনায় সকলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply