এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
প্যারেড মাঠ প্রাঙ্গনে চিকিৎসা সেবার উদ্বোধন করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) শামীমা বেগম পিপিএম।
নিরাপদ দূরত্ব বজায় রেখে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পিটিসির আশেপাশের মহেড়া গ্রামের গরীব অসহায় দুঃস্থ্ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডা. শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার ডা. চাঁদ সুলতানা, ডা. আয়শা সিদ্দিকা, ডা. মো. কবির উদ্দিন, পিটিসির মেডিকেল অফিসার ডা. সাফিয়া আক্তার। চিকিৎসা চলাকালে পিটিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি মাসে একবার করে ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজিবুল হাসান। এ সময় রোগীদের জ্বর, ঠান্ডা, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে আক্রান্ত ৪৫০জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ ছাড়াও রোগিদের মাঝে হ্যান্ড স্যানিটাইজ, মাক্স ও হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply