নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি তাজা হাতবোমা ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১১ এর অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জে দেলোয়ারের মাছের খামারে র্যাব ১১ এর একটি টিম অভিযান চালায়। এ সময় ওই মাছের খামার থেকে ৭টি তাজা হাতবোমা ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার দিনগত রাতে নারায়ণগঞ্জের চিটাগং রোড থেকে বাসে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
পরে তার দেয়া তথ্যে ঢাকার কামরাঙ্গীচর থেকে নূর হোসেন বাদলকে গ্রেফতার করে ৱ্যাব।
পরে দুপুরে এ ঘটনায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় র্যাব ১১ সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত গণমাধ্যমকে জানানো হয়।
এই ঘটনা দেলোয়ার বাহিনী ঘটিয়েছে বলে র্যাব জানিয়েছে।
প্রসঙ্গত গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এর পর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা।
এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেখানে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply