রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশে ধর্ষণ-গণধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করলেন হৃদয়ে শরীয়তপুর নামক একটি সংগঠন ।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বর নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সাম্প্রতিক সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, গণধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করলেন শরীয়তপুরের বিক্ষোভ জনতা। আজ বুধবার ০৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় জেলা জজকোর্ট এলাকার আইনজীবী সমিতির সামনে হৃদয়ে শরীয়তপুর নামক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করেন। এই সময় জেলা আইনজীবী সমিতির সদস্যগণসহ সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করে।
মানববন্ধন থেকে হৃদয়ে শরীয়তপুর সংগঠনের এডমিন এডভোকেট মেহেদী হামিদী ও রাজন কুমার সাহা বলেন, সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ ও নিপীড়নের ঘটনা বেড়েই চলছে। এই মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী ও সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি যে, যারা এই ধর্ষণ, গণধর্ষণ ও নিপীড়নের মত জঘন্যতম কাজের সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কোন রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে যেন অপরাধীরা ছাড়া না পায় প্রধানমন্ত্রীর কাছে হৃদয়ে শরীয়তপুর সংগঠনের পক্ষ থেকে জোর আবেদন জানাচ্ছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply