রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ অটোপ্রমোশনের মাধ্যমে এইচএসসির ফলাফল দেয়ায় সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক শিক্ষার্থী। শতাব্দী রায় নামে ওই শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করে এই আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে।
নোটিশে ওই শিক্ষার্থী দাবি করেছেন, জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রস্তুত করলে, তিনিসহ আরও অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার প্রস্তুতি থাকার পরেও পূর্বের জিপিএর কারণে ভালো ফলাফল প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। নোটিশ প্রেরণকারী শিক্ষার্থী জেএসসিতে জিপিএ-৫ পেলেও এসএসসি চলাকালীন সময়ে অসুস্থতার কারণে পূর্ণ প্রস্তুতি না নিতে পারায় জিপিএ ৪.২২ প্রাপ্ত হন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply