রাকিব হোসেন, শরিয়তপুর জেলা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের একটি সংগঠন কীর্তিনাশা`র পক্ষ থেকে আজ ১০ অক্টোবর শনিবার, সকাল ১০.০০ টায়, শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ধর্ষণবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধর্ষকে সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং বলেন,ধর্ষণরোধে পরিবার, সমাজ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান এবং দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর মেয়র, বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশনের মহাসচিব রফিকুল ইসলাম কোতোয়াল, মানবাধিকার কর্মী ও আইনজীবী মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি শহিদুল হক, এবং সদ্য সাবেক সদস্য মোঃ আব্দুর রহমান (আবির),জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট জাকির হোসেনসহ কীর্তিনাশা`র সদস্য ও শরীয়তপুরের অনেকেই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply