রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ পদ্মা নদীতে এমভি শাহ পরান লঞ্চের তলায় ফাটল ধরায় অল্পের জন্য রক্ষা পেলো প্রায় ২০০ যাত্রী। আজ রোববার (১১ অক্টোবর) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে লৌহজং টার্নিংয়ে কাছে ড্রেজিংয়ের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যাওয়ায় বিপদের মুখে পড়েন লঞ্চটির যাত্রীরা। কিন্ত যাত্রীদের নিরাপদের জন্য নৌ পরিবহন এমভি শাহ পরান লঞ্চটি ছোট একটি দ্বীপে নোঙ্গর করেন। পরে অন্য লঞ্চ এসে তাদের শিমুলিয়া পৌঁছে দেয়। লঞ্চটির তলা দিয়ে পানি প্রবেশ আপাতত বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, সকাল ১০টার দিকে মাঝিকান্দি থেকে লঞ্চটি শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ১১টার দিকে পদ্মা সেতু অতিক্রম করে বড় পদ্মায় প্রবেশের মুখে ড্রেজার বংশীর সাথে ধাক্কা লেগে লঞ্চটি তলা দিয়ে পানি প্রবেশ করতে থাকে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এই দুর্ঘটনাস্থলের পশ্চিম দিকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে এমভি শ্রেষ্ঠ-২ একই ধরনের দুর্ঘটনায় পড়ে। তখনও ২০০ যাত্রীর জীবন ঝুঁকিতে পড়ে। তবে শেষ পর্যন্ত তাদের ও নিরাপদে উদ্ধার করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply