এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুই কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। ১৪ অক্টোবর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থান থেকে শাড়ি ভর্তি কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়।
অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি ভর্তি কাভার্ড ভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩০), সদরের আবুল মোহসীনের ছেলে আকতারুল ইসলাম (৩৫)। উভয়েই কাভার্ড ভ্যান চালক।
হেলপার দুইজনই সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা। এরা হলো, এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর (৪০) এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যান দুটি অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ কাভার্ড ভ্যান দুটি আটক করে।
একইসাথে কাভার্ড ভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করা হয়। কাভার্ড ভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
সন্ধা সাড়ে সাতটায় মির্জাপুর থানায় জব্দকৃত শাড়ির সিজার লিষ্টের কাজ চলছিলো। মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির লিজার লিষ্টের কাজ চলছে। সিজার লিষ্ট তৈরি ও মূল্য নির্ধারণ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply