রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ উচ্চ আদালত ও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কড়া নির্দেশনার পরও থামছে না নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ঠাণ্ডার বাজার নামক এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তলোন অব্যাহত আছে। বড় বড় ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে প্রভাবশালী বালু কারবারিরা।
মেঘনার এ শাখা নদীটির একপাশে যখন জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, অন্যদিকে প্রভাবশালী মহল নদীর মাঝখানে কয়েকটি ড্রেজার বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে হুমকির মুখে পড়েছে জালালপুর ও ঠাণ্ডার বাজার এলাকার কয়েকশ বাড়িঘর, ফসলী জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিন ৫০ থেকে ৬০ জাহাজ বালি বিক্রি করছে তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, নদীর মাঝখানে চারটি ড্রেজার বসানো রয়েছে। কয়েকটি ড্রেজার চালু রয়েছে। সেখান থেকে মাঝারি আকৃতির জাহাজে বালু নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করছে বালু ব্যবসায়ীরা। বালু নেওয়ার অপেক্ষায় আছে আরো শতাধিক জাহাজ।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন দুসস কে বলেন, এসব অবৈধ ড্রেজার উচ্ছেদ করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে। শীঘ্রই এসব ড্রেজার স্থায়ীভাবে উচ্ছেদ করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply