টাঙ্গাইল প্রতিনিধিঃ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও কাজী অলিদ ইসলামকে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে আগেই অব্যাহতি প্রদান করে দল। এবার তিনি হারালেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে তাকে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে সামছুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, গঠনতন্ত্রের ৪৮(ক) ধারা মতে- চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের সব দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের নেতাসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা উপস্থিত ছিলেন।
ঘোষিত অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় গত ১৫ অক্টোবর দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি জেলা আওয়ামী লীগ বরাবর একটি চিঠি পাঠান। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কাজী অলিদ ইসলামের প্রাথমিক সদস্যপদ বহাল থাকবে বলেও সূত্র জানায়।
এ ব্যাপারে কাজী অলিদ ইসলাম বলেন, অব্যাহতি সংক্রান্ত জেলা আওয়ামী লীগের একটি চিঠি হাতে পেয়েছি। জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আমার আস্থা রয়েছে। তবে আমাকে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত উপজেলার তৃণমূল কর্মীদের মাঝে কষ্টের কারনও হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কাজী অলিদকে কার্যনির্বাহী পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আগামীতে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এমন সিদ্ধান্তই নেয়া হবে বলে তিনি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply