আনোয়ার হোসেন তরফদার বিশেষ প্রতিনিধি ঃ
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এবারই করোনা মহামারীর মধ্যে ব্যতিক্রমভাবে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। তাই নিজে, পরিবার ও সমাজকে করোনা মহামারীর ছোবল থেকে রক্ষার্থে সকলেই সরকার ঘোষিত করোনা বিধি নিষেধ মেনে এ ধর্মীয় উৎসব পালন করবেন সেই অনুরোধ জানান। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজাকালীন সময় সকলের আনন্দ-উৎসবের মধ্যদিয়ে অতিবাহিত হোক শারদীয় দুর্গোৎসব এই কামনা করেছেন তিনি। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা বা অকাল বোধন পুজা পালন করে আসছে। এ উৎসবটি সর্বজনীন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। তিনি আরো বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব পালন করবেন। সকলকে শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা রইলো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply