রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় খালে ভাসল কাজল আক্তার (১৫) নামের এক কিশোর লাশ। ডামুড্যা উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলা উদ্দিন ছৈয়ালের মেয়ে কাজল আক্তার। গতকাল রাতে টিভি দেখতে যাওয়ার কথা বলে কাজল ঘর থেকে বের হয়।
ডামুড্যা থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রতিদিন রাতে টিভি দেখার জন্য পাশের বাড়িতে যেত কাজল। গতকালও টিভি দেখতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় কাজল। কিন্তু অনেক রাত হলেও ফিরছিল না কাজল। পরে তাকে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। যে বাড়িতে কাজল টিভি দেখতে যায় সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নেয় পরিবার। সারারাত খোঁজ করেও পরিবারের লোকজন তার কোনো সন্ধান পায়নি। সকালে বাড়ির পাশে খালের ভেতর একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ডামুড্যা থানা পুলিশ। পরে কাজলের মা তার লাশ শনাক্ত করে। মেয়েটির হাত ও পা ওড়না দিয়ে বাঁধা ছিল। তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আলা উদ্দিন ছৈয়াল বলেন, আমি রাতে নামাজ পড়ে এসে কাজলকে ঘরে পাইনি। পরে জানতে পারি সে পাশের বাড়িতে টিভি দেখতে গেছে। রাতে কাজলের খোঁজ শুরু করি। রাতে আমি আমার মেয়েদের বাড়িতেও খবর নেই। ওখানে যায়নি সে। পরে সকালে আবার খোঁজ করি। ওর মা খালের পাশে গিয়ে দেখে মেয়ের হাত, পা ও মুখ বাঁধা। ওর লাশ ওপুর হয়ে রয়েছে।
ডামুড্যা থানা ওসি (তদন্ত) এমারত হোসেন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। কিভাবে মেয়েটি মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল প্রতিনিথিঃ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।বুধবার সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল,জনসাধারণ, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা,
মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি,নছিমন, করিমন,ইজিবাইক,রিকশা না চালানোর জন্য অনুরোধ করা,ফুট ওভারব্রীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা,অসহায় পথচারীদের মহাসড়ক পারাপারের সহযোগিতা করা।
এ ছাড়াও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গায় মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা অস্থায়ী ২৫/৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন,সার্জেন্ট সজীব সিকদার,এসআই মো.মতিউর রহমান,এএসআই মো.গোলজার রহমানসহ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply