নইন আবু নাঈম নিজস্ব সংবাদদাতাঃ
বাগেরহাটের শরণখোলায় ৩০ ঘনফুট কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার করেছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ইসমাইল মুন্সী ও আমিনুল হাওলাদারের মালিকানাধীন (স-মিল) করাত কল থেকে ১২ টুকরা কাঠ উদ্ধার করা হয়।
ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ ফরিদুল ইসলাম জানান, দক্ষিণ রাজাপুর কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ রাজাপুর গ্রামের ইসমাইল মুন্সী ও আমিনুলের মালিকানাধীন স-মিল থেকে ৩০ ঘনফুট পরিমানের ১২টুকরা সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ধানসাগর ফরেষ্ট স্টেশন অফিসে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িতদের সনাক্ত করে বন আইনে মামলা দায়ের করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply