এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোন ঘাটতি দেখা দিবে না। বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণে কৃষি ফসল উৎপাদন হয়। কৃষি ফসল উৎপাদনের জন্য সবাই এখন ব্যাপকভাবে সচেতন। কৃষি এখন অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অসহায়দের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান ও বিকেলে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজে সাইক্লোন শেল্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যদি কেউ যৌক্তিকভাবে আলুর দাম বাড়ানোর জন্য চেষ্টা করে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব ব্যবসায়ীদের কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।
মহামারি করোনা সম্পর্কে মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় এখন বাংলাদেশের অবস্থা অনেকটা স্বাভাবিক। দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা করা হচ্ছে। আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।
মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রশিদসহ অন্যান্য অতিথি বৃন্দ।
এ সময় মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেলে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজে প্রধান অতিথি হিসেবে আশ্রয়কেন্দ্র (সাইক্লোন সেন্টার) নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ওসি মো চান মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, কৃষিমন্ত্রী ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ ও আল- আমিন প্রমূখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply