টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম লুকিমুদ্দিন লোকমান। সে উপজেলার ভাড়রা গ্রামের হযরত আলীর ছেলে। শনিবার ভোরে নাগরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় তার ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে মির্জাপুর থানায় ২০১৩ সালে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করেন। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে পুলিশ। তখন বেরিয়ে আসে আওয়াল হত্যার চাঞ্চল্যকর তথ্য। বাবাকে হত্যার করতে তিন খুনিকে তিন লাখ টাকায় চুক্তি করে।
চুক্তি অনুযায়ী লোকমানসহ আরও ৩ জন এ হত্যাকাণ্ডে অংশ নেয়। ছেলে আসাদুজ্জামান ছাড়াও এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা হলো- লোকমান, জহির উদ্দিন ঝরু, আব্দুল মান্নান ও আওয়াল। তদন্ত সাপেক্ষে মির্জাপুর থানার তৎকালীন উপপরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি লোকমান, মান্নান ও আওয়াল পলাতক ছিল। অন্য দুই আসামি জেলহাজতে রয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানান, মির্জাপুর থানায় দায়ের করা মামলায় হত্যায় অভিযুক্ত আসামি লোকমানকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। সে দীর্ঘদিন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply