রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৩৯ জন জেলেকে আটক করে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীর প্রায় ৮০ কিলোমিটার এলাকায় মৎস্য অফিস, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে ৮টি মোবাইল কোর্ট ও ১০ টি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১৩৯ জন জেলেকে আটক করে তাদের ১ বছর করে সাজা দেয়া হয়েছে। মামলা হয়েছে ২০২টি। জরিমানা করা হয়েছে ৩ লাখ ১০ হাজার টাকা। জব্দ করা হয়েছে ১৮৩ কেজি মা ইলিশ ও ৩ লাখ ৩১ হাজার মিটার কারেন্ট জাল।
তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ দিনে ১৮৬টি মোবাইল কোর্ট, ১১৬টি অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৬৬৫ জন জেলেকে ১ বছর করে সাজা দেয়া হয়েছে। এছাড়া ২.৪৪১ মে.টন মা ইলিশ ও ৩৫ লাখ ৭২ হাজার ৯’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মামলা দেয়া হয় ৮৬১টি। জরিমানা করা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply