ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় মাছের খামারে মুরগীর বিষ্ঠা ফেলে প্রায় কোটি টাকার মাছের ক্ষয় ক্ষতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের পানিহাদি গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাছের খামারের কেয়ার টেকার বাচ্চু মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, কাজল সরকার, খাজল সরকার, আশরাফ উদ্দিন, টিটু মিয়া, সুমন মিয়াসহ কয়েকজন কাফিখান এন্ড এগ্রো লিঃ মালিকানাধীন কাইলেন বিলের চার পাশে লেয়ার মুরগীর খামার নির্মান করে। ওইসব মুরগীর লিটার সরাসরি কাইলেন বিলে ফেলার কারণে বিলে গ্যাস হয়ে মাছ মরে ভেসে উঠে।
এতে ওই মৎস খামারির প্রায় ৯০ লাখ টাকার মাছ মরে যায়। কাফিখান এন্ড এগ্রো লিমিটেডের কেয়ার টেকার বাচ্চু মিয়া জানান, ‘আমরা বেশ কিছুদিন যাবৎ বিলে লিটার ফেলা নিষেধ করছি কিন্তু তারা আমাদেও নিষেধ অমান্য করে ইচ্ছাকৃত ভাবে আমাদের এ ক্ষতি করেছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply