নারায়ণগঞ্জের বন্দরে ৪৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কামরুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আগামী ১ নভেম্বর তার জামিনের শুনানী হবে।
উল্লেখ্য ২০১৮সালের ৭মার্চ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বন্দরের বাসায় অভিযান চালিয়ে ৪৯ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। এঘটনায় বন্দর থানায় মামলা হয়। মামলা নং ২৪(৩)১৮।
মামলার আসামী পুলিশ সদস্য আসাদুজ্জামান ও মোহাম্মদ সরওয়ার্দীর আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তৎকালীন ওসি কামরুল ইসলামের নাম আসে। ওসি’র নির্দেশেই তারা টাকা ও ইয়াবা রেখে আসামীকে ছেড়ে দিয়েছেন বলে স্বীকার করেন।
কামরুল ইসলামকে কারাগারে প্রেরণের বিষয়টি প্রকাশ না করার জন্য খুবই গোপনীয়তা রক্ষা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের একাধিক সূত্র।
তবে কামরুল ইসলামকে কারাগারে প্রেরণের বিষয়টি রাষ্ট্র পক্ষের কৌসুলী ওয়াজেদ আলী খোকন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় কামরুল ইসলাম বর্তমানে কারাগারে আছে বলে তিনি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply